Sunday, October 1, 2017

Verb শেখার গোপন কৌশল-Secret strategy of verb learning

Verb
Zero Method

Verb এর base form : Verb এর সাথে কোনো কিছু যুক্ত হবে না, s/es/ing যুক্ত হবে না।

Verb present form : Verb এর সাথে কোনো কিছু যুক্ত হতে পারে। যেমন-s/es/ing.

সকল Base form-ই Present form হতে পারে এবং সকল Present form-ই Base form হতে পারে না।


Example :

1.   I read a book.
2.   I want to read a book.
3.   I am reading a book.
2 ও 3 এ read and reading verb এর present form.
Base form এর ব্যবহার :

1.To ----- base form
2.Modal Verb ----- base form
3.Causative Verb ----- base form
4.Subjuntive Verb :
Statics Verb ----- base form.


1.To-----base form এর ব্যবহার : Am/are/is to, able to, was/were to, has/have/will have to, used to থাকলে Verb এর base form হবে। যেমন- I am to read,You are to Play, He is to go to school.

2.Modal Verb ----- base form এর ব্যবহার : May/might/can/could/ shall/should/will/would/must/need/dare/let/had better/would rather থাকলে Verb এর base form হবে। যেমন-He let her go there, You must use Youtube.

3.Causative Verb ----- base form এর ব্যবহার : Causative verb 5 টা। যেমন- Let, make, get, have, help.

(1) He let me do the work.
সে আমায় কাজটি করতে দিল।

(2) He got me do the work.
সে কাজটি করার জন্য আমাকেই পেয়েছিল।

(3) He made me do the work.
কাজটি করার জন্য সে আমাকেই প্রস্তুত করেছিল।

(4) He helped me do the work.
কাজটি করার জন্য সে আমাকেই সাহায্য করেছিল।

 (5) He had me do the work.
সে আমার দ্বারাই কাজটি করাতো।

Get এবং got এর ক্ষেত্রে ব্যতিক্রম-১ : Get এবং got এর পর verb এর base form অথবা to+verb হতে পারে। যেমন- He got me do the work অথবা He got me to do the work.


Got এর ক্ষেত্রে ব্যতিক্রম-২ : Got এর পর বস্তুবাচক noun থাকলে verb এর past form হবে। যেমন- Coffee বস্তুবাচক noun. I got the coffee prepared.

 Subjuntive Verb দুই প্রকার : ১. Dynamics Verb ২. Statics Verb।

Dynamics Verb : কাজ করতে শরীরের বাহ্যিক অংশ কাজে লাগে তাকে Dynamics Verb বলে ।

Statics Verb : কাজ করতে শরীরের বাহ্যিক অংশ কাজে লাগে লাগে তাকে Statics Verb বলে ।

Dynamics Verb এর উদাহরন :

I walk (হাটার জন্য পা দরকার।পা শরীরের বাহ্যিক অংশ)
Statics Verb এর উদাহরন :

I love ( ভালোবাসার জন্য শরীরের বাহ্যিক অংশ কাজে লাগে না) 

To Know more Click Here Spoken English
======================= End===============================

No comments:

Post a Comment